প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ এপ্রিল, ২০২৪

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তের কাছে অবস্থিত একটি বাজারে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে।

ঈদুল ফিতরের আগ মুহূর্তে হামলাটি হলো, যখন স্থানীয় ক্রেতারা বাজারে ঈদের কেনাকাটার জন্য ব্যস্ত ছিল। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারীদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার তুর্কি সীমান্তের কাছে আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কেন্দ্রীয় ব্যস্ত বাজারে পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

তুর্কি সীমান্তের কাছে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটির বাজারে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি এবং কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close