প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ মে, ২০২৪

৫৪ বছর পর পাওয়া গেল বিয়ের আংটি

যুক্তরাজ্যের ওয়েলসের পন্টারডাউইর ম্যারিলিন বার্চের বিয়ের আংটি হারিয়ে গিয়েছিল ৫৪ বছর আগে। সম্প্রতি সেই আংটিটি খুঁজে পাওয়া গেছে।

নিথ-পোর্ট টালবটের পন্টারডাউইর বাসিন্দা ম্যারিলিন স্কাই নিউজকে বলেন, এ আংটি খুঁজে পাওয়ার ঘটনাটি ছিল বেশ ‘আবেগপূর্ণ’ ঘটনা। ১৯৭০ সালে পারিবারিক খামারে গরুকে খড় খাওয়ানোর সময় ম্যারিলিনের (৭৬) আংটিটি হারিয়ে যায়। এরপর সারা খামার আর বাড়ির যেখানে যেখানে ওই দিন গিয়েছিলেন, সেসব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও আর পাননি বিয়ের সেই আংটি।

ম্যারিলিন বলেন, ঘটনাচক্রে সেই আংটি খুঁজে পাওয়ার পর আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। অথচ হারিয়ে যাওয়ার পর আর খুঁজে না পেয়ে আংটিটির আশা ছেড়েই দিয়েছিলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close