প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ জুন, ২০২৩

অর্থনীতি সঠিক পথে ফেরাতে সময় লাগবে

- পাকিস্তানের অর্থমন্ত্রী

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, বিশাল আর্থিক সমস্যার মুখে অর্থনীতিকে সঠিক পথে আনতে কিছুটা সময় লাগবে। পাকিস্তানভিত্তিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) এক প্রতিনিধিদলের সাক্ষাৎকালে ইসহাক দার বলেন, এখানে দ্রুত সমাধান নেই, সময় লাগবে। ১৯৯৮ এবং ২০১৩ সালেও আমরা এ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। সেগুলো যথাসময়ে দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

কেসিসিআই-এর একটি বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন, ২০১৭ সালে সবাই পাকিস্তানের পারফরম্যান্সের প্রশংসা করছিল। তখন পাকিস্তানের অর্থনীতিতে সর্বোচ্চ বৈদেশিক রিজার্ভ এবং সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ছিল। সেসময় পাকিস্তানের স্টক মার্কেটের অবস্থা এ অঞ্চলের অন্যদের তুলনায় অনেক ভালো ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close