প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ মার্চ, ২০২৩

রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ ফের বাড়ল

কৃষ্ণ সাগর হয়ে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য রাশিয়ার সঙ্গে দেশটির চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) জাতিসংঘ ও তুরস্কের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে মেয়াদ কত দিন বাড়ল, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। ইউক্রেন বলছে, ১২০ দিনের জন্য চুক্তিটির মেয়াদ বাড়ানো হয়েছে।

আর রাশিয়া বলেছে, মে মাসের মাঝামাঝি সময়ের পর চুক্তির মেয়াদ আর বাড়বে কি না, তা পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভর করছে। সব পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির মেয়াদ কমপক্ষে ৬০ দিন বেড়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম আকাশ ছুঁয়ে যায়। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close