প্রতিদিনের সংবাদ ডেস্ক
১৪ মার্চ, ২০২৩
ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

নাবসুলের কাছে উত্তর পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (১২ মার্চ) এ ঘটনায় ইসরায়েল দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, ওই অঞ্চলে সহিংসতা অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, সশস্ত্র বন্দুকধারীরা নাবলুসের পশ্চিমে জিট জংশনের কাছে একটি সেনা অবস্থানে গুলি চালায়। সেনারা তাৎক্ষণিকভাবে গুলি করে জবাব দেয়।
সেখানে বলা হয়, গুলিবিনিময়ের সময় তিনজন সশস্ত্র বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয় এবং আরো একজন আত্মসমর্পণ করেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন