প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

বিদ্রোহীদের হাতে মিয়ানমারের ১৫ সেনা সদস্যের মৃত্যু

বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমারে জান্তা বাহিনীর অন্তত ১৫ সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির কারেন রাজ্যে সাগাইন অঞ্চলে ওই ১৫ জন মারা গেছে বলে দাবি বিদ্রোহী গোষ্ঠীগুলোর। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তাদের সহযোগী যোদ্ধাদের পৃথক আক্রমণে কারেন রাজ্যের কাউকারেইক অঞ্চলে ৭ জান্তা সেনার মৃত্যু হয়। বাকি আট সেনার মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

কারেন ন্যাশনাল ইউনিয়ন এক বিবৃতিতে বুধবার জানিয়েছে, কেএনএলএ জান্তাবাহিনীর দখলে থাকা একটি চৌকি দখল করে নিয়েছে। আক্রমণের মাত্র ১৭ মিনিটের মাথায় তারা ওই চৌকিটি দখল করে নেয়। এই সময় সাত সেনার মৃত্যু হয় এবং আরো দুজন আগত হন। কেএনইউ এরই মধ্যে ওই চৌকি থেকে উদ্ধার করা অস্ত্র এবং গোলাবারুদের ছবি প্রকাশ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close