প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

পারমাণবিক আলোচনা

শুরুর আগে ইরানে গুরুত্বপূর্ণ রদবদল

ভিয়েনায় ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহাল আলোচনা শুরুর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। রাজনীতিবিষয়ক নতুন ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন কট্টরপন্থি কূটনীতিক আলি বাগেরি কানি। ওই পদ থেকে সরানো হয়েছে, ভিয়েনায় বিগত ছয় রাউন্ডের আলোচনায় ইরানের নেতৃত্ব দেওয়া কূটনীতিক আব্বাস আরাগচিকে। খবর বিবিসি ও আলজাজিরার।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে প্রশাসন সাজাতে সময় দিতে গত জুলাইতে স্থগিত হয়ে পড়ে পারমাণবিক আলোচনা। ওই আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্বাস আরাগচি।

পেশাদার কূটনীতিক আগারচি ২০১৫ সালে চুক্তি স্বাক্ষরের আলোচনাতেও অংশ নেন। প্রেসিডেন্ট হাসান রুহানির মেয়াদকালে আলোচক দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে পদ থেকে সরানো হলেও এবার তাকে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।

আব্বাস আরাগচির স্থলে নিয়োগ পাওয়া আলি বাগেরি কানি পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেবেন। অনেকেই মনে করেন ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আরো কঠোর অবস্থানে যাবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close