আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুলাই, ২০১৯

অমর্ত্য সেনের বক্তব্যের ব্যানার কলকাতায়

ভারতে বিজেপির ‘জয় শ্রীরাম’ এর পালটা হিসেবে ‘জয় বাংলা’, ‘জয় হিন্দ’ সেøাগান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্য লেখা ব্যানার লাগানো হয়েছে কলকাতায়। ব্যানারে অমর্ত্য সেনের ছবিও দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এমন ব্যানার কারা লাগিয়েছে, তা জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা অমর্ত্য সেনকে সমর্থন করি। এই ব্যানার সাধারণ মানুষই লাগিয়েছে।’ গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অমর্ত্য সেন।

সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘জয় শ্রীরাম’ যে প্রাচীনকাল থেকে সেøাগান বাঙালি সমাজের, এমনটা তো শুনিনি। বরং আমার মনে হয় এই শব্দ ইদানিংকালের আমদানি।’

তিনি আরো বক্তব্য, ‘জয় শ্রীরাম’ সেøাগান তুলে মারধর করাটাও বাংলার সংস্কৃতি নয়। বরং এখানে মা দুর্গার প্রভাব-প্রতিপত্তি অনেক বেশি।

অমর্ত্য সেন বলেন, ‘এখন শুনছি বাংলায় রামনবমী খুব হচ্ছে। আগে এত হতো বলে শুনিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close