আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০১৮

ওমানে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে আহত হুতিদের

চিকিৎসার জন্য ইয়েমেনের আহত হুতি বিদ্রোহীদের জাতিসংঘের একটি বিমানে করে ওমানে নিয়ে যাওয়া হচ্ছে।

শান্তি আলোচনার আগে আস্থার পরিবেশ তৈরির চেষ্টা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী, খবর বিবিসির।

গতকাল সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে আহত ৫০ জন যোদ্ধাকে ওমানে নিয়ে যাওয়া হবে।

আগামী কয়েক দিনের মধ্যেই জাতিসংঘের মধ্যস্থতায় সুইডেনে হুতিদের সঙ্গে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারের আলোচনা শুরু হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

‘জাতিসংঘের একটি ভাড়া করা বিমান গতকাল সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ৫০ আহত বিদ্রোহী, তিন ইয়েমেনি চিকিৎসক ও জাতিসংঘের এক চিকিৎসককে নিয়ে সানা থেকে মাসকাটে যাবে’ গত রোববার রাতে বলেছেন সৌদি জোটের এক মুখপাত্র।

ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথের অনুরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

সুইডেনে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার আগে আস্থার পরিবেশ তৈরির উদ্দেশে ওই অনুরোধে সম্মতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close