আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

বিমানের মধ্যে জিম

বিমানে এবার থেকে যাত্রীদের জন্য থাকছে জিমের ব্যবস্থাও। এ রকমই একাধিক পরিসেবা নিয়ে আসছে কনভিন্সড কোয়ানটাস বিমান সংস্থা। এই বিমান সংস্থার পক্ষ থেকে জানা গেছে, সিডনি থেকে লন্ডন ২০ ঘণ্টার টানা বিমান যাত্রা নিয়ে হাজির হচ্ছে তারা।

এক বছর আগেই এই বিমান সংস্থার প্রধান আধিকারিক অ্যালান জয়েসি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান এ বিষয়ে। তিনি জানিয়েছিলেন, সিডনি থেকে লন্ডন বা নিউইয়র্ক যাওয়ার জন্য ২০ ঘণ্টার টানা এয়ারবাসের পরিসেবা দেবে তাদের বিমান সংস্থা। অ্যালান জানিয়েছেন, বিমান নির্মাতারা সেটা তৈরি করতে সফল হয়েছেন। জানা গেছে, এই বিমানটির নাম দেওয়া হয়েছে সানরাইস। এই বিমানটি ৩০০ জন যাত্রীকে নিয়ে উড়তে পারবে। সবকিছু ঠিকঠাক চললে ২০২২ সালেই সিডনি থেকে লন্ডনগামী বিমান উড়বে বলে জানা গেছে। এই রুটটা সফল হলে এরপর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা থেকে অস্ট্রেলিয়াগামী টানা বিমানের সূচনা করা হবে। কী কী পরিসেবা থাকছে এই বিমানের মধ্যে? কোয়ানটাস বিমানের পক্ষ থেকে জানা গেছে টানা ২০ ঘণ্টা বিমানে বসে থাকা মোটেও সহজ নয়। তাই যাত্রীদের মনোরঞ্জনের জন্য কিছু ব্যবস্থা সেখানে করা হবে। যেমন থাকবে বাঙ্ক, শিশুদের জন্য আলাদা ব্যবস্থা এবং যাত্রীদের জন্য জিম। অ্যালান জানান, বিমানের মধ্যে বার, ক্রেস এবং যাত্রীদের ঘুমোনোর জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা, এলাহি খাওয়া-দাওয়া সবই থাকবে একটি বিমানের মধ্যেই। তবে বিমানের টিকিটের দাম এক্ষেত্রে একটু বেশি পড়বে। অ্যালান জানান, তিনি আশাবাদী ২০২২ সালেই আকাশে উড়তে দেখা যাবে সানরাইসকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close