আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জুন, ২০১৮

পশ্চিম তীরে আরো বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের

অবরুদ্ধ পশ্চিমতীরে আরো দুই হাজারেরও বেশি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, আরো দুই হাজার ৭০টি বসতি স্থাপনের কথা রয়েছে। ইসরায়েলি সিভিল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ইতোমধ্যে ৬৯৬টি বসতি নির্মাণের অনুমোদন হয়ে গেছে। অপেক্ষায় আছে আরো ১ হাজার ২৬২টি স্থাপনা।

আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের এমন বসতি স্থাপন অবৈধ। তারপরও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে বসতি স্থাপন করেই যাচ্ছে তারা। ইসরায়েল ২০১৫ সালে এক হাজার ৯৮২টি বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছিল। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৯ এবং ২০১৭ সালে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে ছয় হাজার। ২০১৭ সালে ইসরায়েল দুই হাজার পাঁচশ একর ফিলিস্তিনি ভূমি দখল করেছে। এই সময়ে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ৫০০ বাড়ি ভেঙে দিয়ে নতুন আটটি ইহুদি বসতি স্থাপন করেছে।

ইসরায়েলি সংগঠন পিসের মতে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর পশ্চিমতীরে ১৪ হাজার ৪৫৪টি বসতি স্থাপন করেছে। দেড় বছর আগের চেয়ে যা তিনগুণ বেশি। ট্রাম্প প্রশাসনের এমন অবস্থানের সুযোগ নেওয়ার জন্য নেতানিয়াহুর সমালোচনা করেছে পিস।

সংস্থাটি জানায়, এটা স্পষ্ট যে দ্বি-রাষ্ট্র সমাধান প্রয়োজন। পশ্চিমতীর থেকে ইসরায়েলের দখল তুলে নিতে হবে।

গত বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র যেন শান্তি আলোচনা তরান্বিত করতে পারে তাই ইসরায়েলকে তাদের বসতির ভবিষ্যত পরিকল্পনা থেকে সরে আসতে হবে। এক মুখপাত্র জানান, ‘প্রেসিডেন্ট তার অবস্থান সম্পর্কে সবাইকে পরিষ্কার করেছেন। তিনি শান্তি আলোচনায় সব পক্ষের কার্যকরী অংশগ্রহণ চান।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist