আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০১৮

রং ঢেলে নষ্ট করা হলো ক্যাপ্টেন কুকের মূর্তি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুকের একটি ভাস্কর্যে রং ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার মূর্তিটির মাথা এবং শরীরের বিভিন্ন অংশ রং মাখা অবস্থায় পাওয়া যায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে গ্রাফিতিতে আঁকা ছিল আদিবাসী পতাকা ও ‘আমরা গণহত্যাকে স্মরণে রাখি’ লেখা। আজ শুক্রবার দেশটিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপনের বার্ষিকী; ১৭৭৮ সালের ২৬ জানুয়ারি প্রথম একটি ব্রিটিশ নৌযান সিডনি উপসাগরে উপস্থিত হয়েছিল। অন্যদিকে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রথম পা রাখেন ১৭৭০ সালে। বিবিসি বলছে, আদিবাসীদের সংবেদনশীলতার কারণে দেশটিতে ‘অস্ট্র্রেলিয়া ডে’ নিয়ে তুমুল বিতর্ক আছে। বিবিসি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সরকার নানা আয়োজন ও পরিকল্পনায় ধুমধাম করে ২৬ জানুয়ারি পালনের উদ্যোগ নিলেও আদিবাসীরা দিবসটির জন্য ভিন্ন কোনো তারিখ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তারা বলেছে, ২৬ জানুয়ারির উদ্যাপন তাদের আঘাত করে। মেলবোর্নে কুকের মূর্তি নষ্ট করার ঘটনাকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়েছে অস্ট্রেলীয় সরকার। ‘এটি আমাদের জাতীয় ঐতিহ্যের মর্যাদা নষ্ট করেছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত’-টুইটারে বলেন দেশটির নাগরিকত্ব ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যালান টুজ। পুলিশ বলছে তারা কুকের মূর্তি নষ্ট করার ঘটনার তদন্ত শুরু করেছে; অবশ্য এখনো কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা যায়নি। গত বছরও সিডনিতে ক্যাপ্টেন কুকের একটি মূর্তির মর্যাদাহানির ঘটনা ঘটেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist