প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ২৫ সেপ্টেম্বর ২০২১। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাস : ১৩৪০ : ইংল্যান্ড ও ফ্রান্সের নিরস্ত্রীকরণ চুক্তি।

১৩৯৬ : দানিউব নদীর তীরে নিকোপোলিসের যুদ্ধ।

১৪৯৩ : ক্রিস্টোফার কলম্বাসের দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা।

১৫২৪ : ভাস্কোদাগামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।

১৬৩৯ : আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।

১৯৬৯ : ওআইসির চার্টার স্বাক্ষর।

১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।

১৯৭৪ : জাতিসংঘের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ।

জন্ম : ১৬৪৪ : ওলে রয়মা, ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৭৪৪ : প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম।

১৮৮১ : চীনা লেখক লু শুন।

১৮৯৭ : নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক উইলিয়াম ফকনার।

১৯২০ : তীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী।

১৯২৫ : স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি।

১৯৫০ : জাফর ইকবাল, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও গায়ক।

১৯৫২ : ক্রিস্টোফার রিভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু : ১২৯৪ : প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান।

১৬৮০ : ইংরেজ ব্যাঙ্গকবি স্যামুয়েল বাটলার।

১৯৫৩ : জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।

১৯৬২ : চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।

১৯৬৯ : সুকুমার বসু, বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক, অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।

১৯৯০ : প্রফুল্লচন্দ্র সেন, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদী নেতা এবং পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী।

২০০১ : সমর দাস, বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক।

২০০৩ : ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ।

দিবস : ওআইসি প্রতিষ্ঠা, বিশ্ব ফার্মাসিস্ট দিবস। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close