পটুয়াখালী প্রতিনিধি

  ২৩ মার্চ, ২০১৯

ইভিএম ব্যবহার হলে প্রাণহানি এড়ানো যেত

নির্বাচন কমিশনার

ইভিএম ব্যবহার হলে আটজনের প্রাণহানি এড়ানো যেত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী সরকারি কলেজে নির্বাচন-সংশ্লিষ্টদের ইভিএম বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম ব্যবহারের ফলে দ্রুত ভোটের ফল ঘোষণা করা যায়। রাঙামাটিতে যদি ইভিএম ব্যবহার করা হতো, তবে হয়তো আটজনের প্রাণহানি এড়ানো যেত। দ্রুত ফল ঘোষণা করে সূর্য ডোবার আগেই তারা ফিরে আসতে পারতেন।’

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৩১ মার্চ পটুয়াখালী জেলার ৭ উপজেলায় চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close