reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০১৭

কাতারে বিশ্বকাপ আয়োজনে কোনো বিলম্ব হবে না

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে কাতারে। এরইমধ্যে কাতার তাদের দেশে বিশ্ব ফুটবল আসরের এই আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। তবে চলতি বছর রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে গেলেও নির্ধারিত সুচিতেই ২০২২ বিশ্বকাপ আয়োজিত হবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার। দেশটির টুর্নামেন্ট আয়োজক কমিটির উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রতিবেশী সৌদি আরবসহ কয়েকটি দেশ গ্যাস সমৃদ্ধ কাতারকে বয়কট করার কারণে প্রস্তুতিতে কিছুটা ঝামেলা হলেও ফুটবলের বিশ্ব আসর আয়োজনে কোন বিলম্ব ঘটবে না। কেন্দ্রীয় কমিটির ডেলিভারি এন্ড লিগাসি কমিটির মহাসচিব হাসান আল-তাওয়াদি বিশ্বকাপ আয়োজনের বিষয়ে এসব তথ্য দিয়েছন।

তিনি আরো জানান, ‘বয়কটের প্রভাব পড়েছে যতসামান্য।মেগা টুর্নামেন্টকে ঘিরে স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ সংক্রান্ত কাজ ভালভাবেই এগিয়ে চলেছে। সংকটের প্রভাব প্রকট নয়। যথাসময়েই প্রকল্পের কাজ সম্পন্ন হবে, কোন বিলম্ব হবে না।’ এছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে টুর্নামেন্ট সংশ্লিষ্ট নির্মাণ কাজে বয়কটে থাকা দেশগুলোর বাইরের দেশগুলোকে সম্পৃক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর ঐক্যবদ্ধভাবে কাতারকে বয়কটের ঘোষণা দিলে সংকটের মধ্যে পড়ে যায় দেশটি।চরমপন্থী ইসলামী গ্রুপ এবং ইরানের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের অভিযোগে কাতারকে বয়কট করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। চলতি বছরে ওই অঞ্চলে এটিকেই সর্ববৃহৎ রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুটবল,বিশ্বকাপ ফুটবল,কাতার,২০২২ সাল,বিশ্বকাপ আয়োজন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist