reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

সুসংবাদ দিলেন উইলিয়ামসন

ইনজুরি পিছু ছাড়ছে না কেন উইলিয়ামসনের। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরি কাটিয়ে ফিরলেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবারও ছিটকে যান এই ব্যাটার।

এবার নিজেকে নিয়ে সুসংবাদ দিলেন উইলিয়ামসন। জানিয়েছেন হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেছেন। এবং আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

উইলিয়ামসন বলেন, ‘আমার হ্যামস্ট্রিং এখন ভালো আছে। গত কয়েক সপ্তাহে এটি ভালোভাবে এগিয়েছে। অনুশীলনে ফিরতে পেরে ভালো লাগছে। আমি দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।'

কিছুদিন আগে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন উইলিয়ামসন। তবে সতীর্থদের খোঁজ খবর রাখতে ভোলেননি। বর্তমানে ইনজুরির সঙ্গে লড়াই করা কাইল জেমিসন ও টম ব্লান্ডেলের ইনজুরি নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমি শুধু তাদের (ব্লান্ডেল এবং জেমিসন) লাঞ্চ রুমে দেখেছি। যতটা মনে হয়েছে তারা ভালো আছে।’

এখন পর্যন্ত ৯৬ টেস্টে ৫৪.৩৬ গড়ে ৮ হাজার ২৬৩ রান করেছেন উইলিয়ামসন। তাই দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পুরোপুরি ফিট হিসেবেই দলে চান কোচ গ্যারি স্টেড। কিছুদিন আগে এমনটাই জানিয়েছিলেন তিনি। উইলিয়ামসন নিজেও তার দলে ফেরা নিয়ে বেশ আত্ববিশ্বাসী।

উইলিয়ামসন বলেন, ‘আবহাওয়া বেশ দারুণ ছিল। অত্যন্ত গরম, তাই আমি আত্মবিশ্বাসী এবং যেমনটা আমি বলেছিলাম যে দলের সাথে ফিরতে পেরে ভালো লাগবে। আর আমি মনে করি যে দলের সকলেই 'টেস্ট দল' হিসেবে ফিরে আসার অপেক্ষায় আছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইলিয়ামসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close