reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২২

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল শ্রীলঙ্কা

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে চার রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার (২১ জুন) এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা এই জয় পায়। ৮ উইকেটে স্বাগতিকদের ২৫৮ রানের জবাবে ২৫৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

চতুর্থ ওয়ানডেতে ২৫৮ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। বোলিং অলরাউন্ডার ম্যাথিউ কুহনিম্যান প্রাণান্তকর চেষ্টা চালালেন। দাসুন শানাকার করা ওভারের পাঁচ বলে তিন বাউন্ডারিতে তুলে ফেললেন ১৪ রান।

শেষ বলে জয়ের জন্য ৫ রান প্রয়োজন ছিল। শেষ বলটি হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেনও কুহনিম্যান। কিন্তু কাভারে ধরা পড়ে যান চারিথ আসালঙ্কার হাতে। অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৫৪ রানে। এতে ৪ রানের দারুণ এক জয় পায় লঙ্কানরা। আর ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয়।

এর আগে চারিথ আসালাঙ্কার শতকে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে শ্রীলঙ্কা। অজিদের হয়ে দুটি করে উইকেট পান কুহনম্যান, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরা নির্বাচিত হন আসালঙ্কা।

দেশের কঠিন সময়ে এই জয় তাদের জন্য বিরাট কিছু। দেশের মানুষের জন্য কঠিন সময়েও আনন্দের উপলক্ষ্য নিয়ে আসলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা,অস্ট্রেলিয়া,ওয়ানডে সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close