reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২০

আইপিএলে সুযোগ না পেয়ে ক্রিকেটারের ‘আত্মহত্যা’

করণ তিওয়ারি স্থানীয় ক্রিকেটে পরিচিত ছিলেন ‘জুনিয়র ডেল স্টেইন’ নামে। শারীরিক গঠন আর বোলিং অ্যাকশনে ডেল স্টেইনের সঙ্গে অনেক মিল ছিল। প্রোটিয়া তারকার মতো বড় ফাস্ট বোলার হবেন—নিশ্চয়ই এ স্বপ্নই চোখে এঁকেছিলেন ২৭ বছর বয়সী করণ। কিন্তু তার সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আত্মহত্যা করেছেন মুম্বাইয়ের এ ক্লাব ক্রিকেটার।

করণ তিওয়ারির আত্মহত্যার কারণ খুঁজছে পুলিশ। তবে পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে, আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের কোনো দলে সুযোগ না পেয়ে করণ নাকি তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে ভীষণ হতাশা প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি আত্মহত্যা করবেন!

আইপিএল না খেলতে পেরে করণ তিওয়ারি ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। বন্ধু বিষয়টি করণের বোনকে জানিয়েছিলেন। বোন জানিয়েছিলেন মাকে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে শোয়ার ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যরা দেখেন, সিলিং ফ্যানে ঝুলে নিজেকে শেষ করে দিয়েছেন করণ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করণ তিওয়ারি,আত্মহত্যা,আইপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close