reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৮

টি-টোয়েন্টি সিরিজে নেই সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কানদের মাটিতে আয়েজিত ত্রিদেশীয় সিরিজে দলে ফিরবেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে দলের বাইরে থাকতে হচ্ছে এই তারকাকে।

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে সাকিব আল হাসান ফিরলেও খেলতে পারবেন না তিনি।

বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরীর মতে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সাকিবকে মাঠে নামানো ঠিক হবে না। তিনি জানান, সাকিবের ক্ষত শুকানোর পরও তার আঙুলে প্রায় দশটা স্ট্রিচ। পুরো সুস্থ না হলে হাত দিয়ে বল ধরবে কীভাবে। তাকে নিয়ে এখনো ভয় রয়েছে ।

সাকিবের বিষয় নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করার উপদেশ দিয়েছেন ডাক্তার দেবাশীষ। ডাক্তারের মতামত অনুযায়ী সাকিবকে নিয়ে কোনোরকম ঝুঁকি নেবে না বিসিবি। পুরোপুরি সুস্থ হয়েই দলে ফিরবেন সাকিব।

প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি। আর এখন টি-টোয়েন্টি সিরিজ থেকেও দল থেকে ছিটকে গেলেন। সাকিব আল হাসানের পরিবর্তে দলকে নেতৃত্ব দেয়ার সম্ভবনা রয়েছে তামিম ইকবালের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব আল হাসান,ত্রিদেশীয় সিরিজ,বাংলাদেশ ও শ্রীলঙ্কা,ইনজুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist