reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০১৯

ফেসবুকে ব্যক্তিত্ব যাচাইয়ের অ্যাপ নিষিদ্ধ

ফেসবুক এবার ব্যক্তিত্ব যাচাইয়ের কুইজনির্ভর অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনার এক বছর পর এ ধরনের কুইজ সংক্রান্ত অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আনলো ফেসবুক।

ফেসবুকে এ ধরনের কুইজের মাধ্যমে বছরের পর বছর ধরে গ্রাহকের অনেক তথ্য মজুদ করে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান।

এর আগে কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় 'দিসইজইওরডিজিটাললাইফ' নামের কুইজ অ্যাপ দিয়ে প্রায় ৮.৭ কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে এটি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক।

ভার্জের প্রতিবেদনে বলা হয়, এখানে সমস্যা কুইজ না। এর মাধ্যমে ডেভেলপাররা সহজে বিপুল পরিমাণ ডাটা সংগ্রহ করতে পারে। সমস্যা হচ্ছে, অনেক বছর ধরেই গ্রাহকের ডাটা সংগ্রহ করতে দিচ্ছে ফেসবুক। এবং ডাটা সুরক্ষা ও এগুলোর ব্যবহার নিয়ে কখনোই স্পষ্ট নীতিমালা জানানো হয়নি।

প্ল্যাটফর্মটিতে ডেভেলপারদের কতোটুকু অ্যাকসেস থাকবে এবং তারা কী করতে পারবেন তা নিয়ন্ত্রণে আনতে ফেসবুকের বড় পদক্ষেপের একটি অংশ হলো ব্যক্তিত্ব কুইজে নিষেধাজ্ঞা জারি করা। সূত্র : ভার্জ

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,অ্যাপ,কুইজ,নিষিদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close