reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০১৮

বিশ্বে প্রথম

থ্রিডি প্রিন্টেড কার্বন ফাইবার বাইসাইকেল

বিশ্বে এই প্রথম থ্রিডি প্রিন্টেড ফ্রেমে বানানো হলো কার্বন ফাইবার বাইসাইকেল। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-এর অর্থ তহবিল যোগানো স্টার্টআপ অ্যারেভো এই বাইসাইকেল বানিয়েছে। নিজেদের ডিজাইন সফটওয়্যার আর প্রিন্টিং প্রযুক্তি প্রদর্শনের জন্যই এই বাইসাইকেল ব্যবহার করছে অ্যারেভো।

এই প্রিন্টিং প্রযুক্তি আর সফটওয়্যার বাইসাইকেল, প্লেন আর মহাকাশযানের যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। যেসব কাজে ডিজাইনাররা কার্বন ফাইবার দিয়ে মজবুত আর হালকা কিছু বানানোতে জোর দেন, তাদের জন্যও এই প্রযুক্তি কাজে দেবে।

গত ১৭ মে অ্যারেভো জাপানের আসাশি গ্লাস, সামিতোমো করপোরেশনের সামিতোমো করপোরেশন অফ দ্য আমেরিকাস অ্যান্ড লেসলি ভেনচার্সের কাছ থেকে ১.২৫ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। এর আগে প্রতিষ্ঠানটি খোসলা ভেনচার্সের কাছ থেকে ৭০ লাখ ডলার সংগ্রহ করে। এ ছাড়াও সিআইএ’র ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান ইন-কিউ-টেল এই স্টার্টআপ-এ অর্থের যোগান দিয়েছে, যদিও এক্ষেত্রে বিনিয়োগের অংকটা প্রকাশ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

প্রচলিত কার্বন ফাইবার বাইসাইকেলগুলো বানাতে কর্মীদের হাতে বানানো একটি ছাঁচের চারপাশে রেজিন দিয়ে কার্বন ফাইবারের একাধিক স্তর বানাতে হয়। ফ্রেম একটি চুল্লিতে গরম করা হলে রেজিনগুলো গলে যায় আর কার্বন ফাইবার স্তরগুলো একত্র হয়ে ফ্রেমের আকার ধারণ করে। এই প্রক্রিয়া ব্যয়বহুল।

অ্যারেভোর প্রযুক্তিতে একটি রোবোটিক আর্মের ওপর থাকা একটি আলাদা করা যায় এমন একটি ‘মাথা’ লাগানো থাকে, এর মাধ্যমেই বাইসাইকেলটির ত্রিমাত্রিক ফ্রেইম বানানো হয়। পুরোটাই হয় একটি ধাপে। এই প্রক্রিয়ায় কোনো মানুষের কাজের দরকার পড়ে না। এর ফলে অ্যারেভো ৩০০ ডলার খরচেই একটি ৩ ডি বাইসাইকেল বানাতে পারে। মিলার বলেন, ‘এশিয়ায় একটি বাইসাইকেল বানাতে যে খরচ হয়, আমরা ঠিক ওই পথে আছি। এর কারণ হচ্ছে, এখানে শ্রমিকের খরচ একদমই কম।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফাইবার বাইসাইকেল,থ্রিডি প্রিন্টেড সাইকেল,অ্যারেভো,কার্বন ফাইবার বাইসাইকেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist