reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০১৮

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা ‘ক্লিপস’

মার্কিন সার্চ জায়ান্ট গুগল প্রথমবারের মত তাদের নতুন ক্যামেরা ক্লিপস জনসমক্ষে প্রদর্শন করে গত বছরের অক্টোবর মাসে। নতুন বছরে এসে চলতি সপ্তাহ থেকে ক্যামেরাটি বিক্রি শুরু করেছে গুগল। তবে এরইমধ্যে স্টক ফুরিয়ে যাওয়ার কারণে অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্লিপস ক্যামেরা ছবি তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। এর ফলে কোনো আকর্ষণীয় বা কৌতূহল উদ্দীপক দৃশ্য দেখলে এটি সময়মত ক্লিক করে ছবি ধারণ করতে সক্ষম।

ক্লিপসের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার। কিন্তু এরই মধ্যে ক্যামেরাটি বিক্রির জন্য অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে গুগল। বরং তারা আগ্রহী ক্রেতাদেরকে একটি ওয়েটিং লিস্টে নিজের নাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে।

ক্লিপস যখন আবার বাজারে ছাড়া হবে তখন সম্ভাব্য ক্রেতাদের ইমেইলের মাধ্যমে খবরটি জানিয়ে দেবে গুগল। তবে আবার কখন ক্লিপস বাজারে পাওয়া যাবে তা নিশ্চিত করেনি গুগল।

গুগল জানায়, যেসব বাবা-মায়েরা প্রচুর পরিমাণে বাচ্চার ছবি তুলতে পছন্দ করেন, মূলত তাদের জন্য ক্যামেরাটি তৈরি। ক্যামেরাটি চালু করে সামনে রেখে দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাচ্চাদের ছবি তোলা শুরু করে।

সবসময় নজরদারি করে এমন ক্যামেরার বিষয়ে অনেকেই উৎসাহ নাও দেখাতে পারেন। কিন্তু গুগল নিশ্চিত করেছে ক্লিপস তার সংগ্রহ করা বিভিন্ন তথ্য অন্য কোনো সার্ভারে সরবরাহ করে না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগল,ক্লিপস,ক্লিপস ক্যামেরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist