reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২৪

একিউআইয়ের তথ্য

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ। ঋতু ভেদে দেশের নানা প্রান্তে বায়ুদূষণ নানা রকম হয়ে থাকে। তবে বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুমাণ ভালো থাকলেও শুষ্ক মৌসুমে আবার তা খারাপ হতে থাকে। তার ওপর বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। এ ছাড়া অপরিকল্পিত নগরায়ণেও বাড়ছে বায়ুদূষণ। সেই কবলে ঢাকা রয়েছে আজ সপ্তম স্থানে। যার স্কোর ১৬৪।

সোমবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান সপ্তম। দিন দিনই এ শহরের বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে।

এদিন সকাল ৮টা ২০ মিনিটে একিউআই স্কোরে সপ্তম স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যা স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর তালিকার প্রথম স্থানে ভারতের শহর কলকতা রয়েছে, যার স্কোর ২৬১। দ্বিতীয় স্থানে রয়েছে ২২১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর।

এ ছাড়া একিউআই স্কোর ২১০ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকাতে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি, চতুর্থ স্থানে আবার ভারতের দিল্লি রয়েছে, যার স্কোর ১৯৩। পঞ্চম স্থানে উগান্ডার কাম্পালা, যার স্কোর ১৭০। এরপর আছে ভারতের মুম্বাই যার স্কোর ১৬৮ এবং সপ্তম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ১৬৪।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একিউআই,ঢাকার বাতাস,বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close