reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২৪

বেনাপোল এক্সপ্রেসের আগুন পরিকল্পিত : ডিএমপি

ছবি : সংগৃহীত

রাজধানীর গোপীবাগে যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অতিরিক্ত কমিশনার বলেন, তিনটি বগি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বলা যাবে না, কী কারণে হয়েছে। এ অগ্নিকাণ্ড যে, নাশকতা সেটি স্পষ্ট। বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এ নাশকতা করা হয়েছে। সাধারণ যাত্রীদের প্রতি এ ধরনের সহিংসতা ও আগুনে পুড়িয়ে মারা মেনে নেওয়া যায় না। জড়িতদের আইনের কাছে যেতে হবে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপণের কাজটি করেছে। রেলওয়ে, ডিএমপি, বিজিবি ও র‌্যাবও সহায়তা করেছে। আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস এখন ভেতরে কাজ করছে। আমাদের তথ্য অনুসন্ধান সংশ্লিষ্টরা আলামত সংগ্রহের কাজ করছে। অমরা নাশকতার উৎস খুঁজে বের করার চেষ্টা করছি।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিএমপি,আগুন পরিকল্পিত,বেনাপোল এক্সপ্রেস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close