reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

এবার কাঁচাবাজার নজরদারিতে ভ্রাম্যমাণ আদালত

পবিত্র মাহে রমজানে রাজধানী ঢাকার কাঁচাবাজার নজরদারিতে এবার মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। পুরো রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কাঁচা বাজারগুলোতে নজরদারি করবেন বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ শনিবার ঢাকার হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের জানান, ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনার ১৩টি কাঁচাবাজার এবং বিভিন্ন সমিতির ব্যবস্থাপনায় ১৬টি বাজারে এসব ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

সাঈদ খোকন জানান, আমাদের ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তাদের নিয়ে ৮টি মোবাইল কোর্ট করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। তারা বাজারগুলো ঘুরে দেখবেন। কেউ যাতে অতিরিক্ত দাম রাখতে না পারে। তিনি বলেন, বাজারে আমরা মূল্যতালিকা টানিয়ে দিয়েছি। আমরা বসে থাকব না। অতিরিক্ত দাম কেউ রাখলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেব। পণ্যের দামের যে তালিকা টানানো হয়েছে তা অনুসরণ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

সাঈদ খোকন হাতিরপুল বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। চালের দাম কেজিতে ৩ টাকা করে বেশি রাখার দায়ে এ সময় একটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত প্রতি বছরই রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। আর সেই কারণে কর্তৃপক্ষকে বাড়তি নজরদারিও করতে হয় বাজারে। আগামীকাল রোববার থেকে এবার সারাদেশে রোজা শুরু হচ্ছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভ্রাম্যমাণ আদালত,কাঁচাবাজার,সিটি করপোরেশন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist