reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২৪

ইরানে হিজাব না পরায় নারীকে ৭৪টি বেত্রাঘাত

ইরানি তরুণী রোয়া হেশমাতি

সরকারি নৈতিকতা আইন লঙ্ঘন ও হিজাব না পরায় রোয়া হেশমাতি নামের এক তরুণীকে ৭৪ বার বেত্রাঘাতের সাজা দিয়েছে ইরান। পাশাপাশি শরিয়াহ আইন অনুযায়ী তাকে ১২ মিলিয়ন ইরানি রিয়াল (২৮৬ মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে।

গত শনিবার ইরানের বিচার বিভাগ পরিচালিত সংবাদ সংস্থা মিজান অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রোয়া হেশমাতি (৩৩) একজন কুর্দি বংশোদ্ভূত তরুণী। তিনি তেহরানের ব্যস্ততম উন্মুক্ত স্থানে নৈতিকতা আইন উপেক্ষা করে অন্যদেরও একই কাজ করতে উৎসাহ দিয়েছেন। এই তরুণীর আইনজীবী মাজিয়ার তাতাই জানিয়েছেন, গত বছরের এপ্রিলে মাথায় স্কার্ফ না পরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেত্রাঘাত,ইরান,হিজাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close