reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০২১

আইভরি কোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। বুরকিনা ফাসো সীমান্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আইভরি কোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি ওই এলাকায় নজরদারি মিশনে অংশ নিয়েছিল। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়।

বিবৃতিতে আরো জানানো হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আইভরি কোস্টের সঙ্গে বুরকিনা ফাসোর স্থলসীমান্ত থাকায় সেখানে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইভরি কোস্ট,দুর্ঘটনা,হেলিকপ্টার বিধ্বস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close