reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০২১

মুসলিম ভোট চাওয়ায় মমতাকে নোটিস

ফাইল ছবি

ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন, বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৩ এপ্রিল তারকেশ্বরে নির্বাচনি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের নামে ভোট চেয়েছিলেন, বিজেপির এমন অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য তৃণমূল নেত্রীকে নির্দেশ দিয়েছে কমিশন।

বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভির নেতৃত্বাধীন বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানোর পরেই তৃণমূল কংগ্রেস নেত্রীকে কমিশনের তরফে এই নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য তার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তরবঙ্গের সভায় অভিযোগ করেছিলেন যে ভাষায় তৃণমূল নেত্রী ভোট চাইছেন তেমনটা তিনিও করলে তাঁকে কমিশনের তরফে ৮-১০ টা নোটিস পাঠানো হতো।

পিডিএসও/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,কংগ্রেস,তৃণমূল,সুপ্রিমো,মমতা বন্দ্যোপাধ্যায়,তারকেশ্বর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close