reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০১৮

জাপানে মার্কিন সামরিক বাহিনীর ২ বিমান বিধ্বস্ত

নিখোঁজ ৬ মেরিন সৈন্য

জাপান উপকূলে বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ছয় মেরিন সৈন্য নিখোঁজ রয়েছে। জ্বালানি ভরার প্রশিক্ষণকালে বিমান দুটি বিধ্বস্ত হয়। নিখোঁজদের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী এ কথা জানান।

তাকাশি আইওয়াইয়া সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে এক সৈন্যকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এখনো নিখোঁজ বিমান দুটির সন্ধানে মার্কিন সামরিক ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর বিমান এবং জাহাজ অভিযান চালাচ্ছে। আমি আশা করছি এতে নিখোঁজ সব সদস্যকে যত দ্রুত সম্ভব নিরাপদে উদ্ধার করা হবে।

আইওয়াইয়া জানান, দুজন ক্রুসহ এফ/এ-১৮ যুদ্ধবিমান ও পাঁচ ক্রুসহ কেসি-১৩০ রিফুয়েলিং ট্যাঙ্কার জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে বিধ্বস্ত হয়। মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ক্রূ সদস্য যুদ্ধবিমানে ছিলেন। সূত্র : বাসস ও এএফপি

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান বিধ্বস্ত,জাপান,মার্কিন সামরিক বাহিনী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close