reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০১৮

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

উদ্ধার ১২ বছরের বালক

ইন্দোনেশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে ১২ বছরের বালক। অবতরণের কয়েক মিনিট আগে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে একটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। সুইজারল্যান্ডের তৈরি বিমানটিতে ক্রু ও যাত্রীসহ ৯ জন ছিলেন।

শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটলেও গভীর জঙ্গল হওয়ায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। রোববার সকাল থেকেই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকারীরা জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখেন একমাত্র ১২ বছরের বালক জীবিত রয়েছে। ৮ জনের মৃতদেহ পড়ে রয়েছে ঘটনাস্থলে।

জুমেইডি নামে এই বালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি বোভেন দিগুল জেলার তনহা মেরহা থেকে ওকসিবিলে যাচ্ছিল। ২ জন পাইলট এবং ৭ জন যাত্রী ছিল। তবে কী কারণে বিমানটি ভেঙে পড়লো তা এখনো স্পষ্ট নয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইন্দোনেশিয়া,বিমান বিধ্বস্ত,পাপুয়া প্রদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close