reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৭

ইতালিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর শোকাবহ পরিবেশে ইতালির রোম দূতাবাসে স্মরণ করা হলো বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আ. সোবহান সিকদার। এর পরপরই ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পর্যায়ক্রমে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় শোক দিবসে আলোচনা সভায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- ইকোনোমিক কাউন্সিলর মফিজুর রহমান, প্রথম সচিব ইরফানুল হক, রফিকুল ইসলাম, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, মুক্তিযোদ্দা লুৎফর রহমান। বঙ্গবন্ধুসহ যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় আওয়ামী লীগ নেতারা দাবি জানান- জার্মান এবং স্পেনে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে খুব দ্রুত ফাঁসি কার্যকর করা হোক।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতালি,বঙ্গবন্ধু,শাহাদাৎ বার্ষিকী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist