reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

মেয়েদের প্রতি অ্যাঞ্জেলিনার পরামর্শ

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি শুধু সিনেমার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। জাতিসংঘের শুভেচ্ছা দুত হয়ে বিশ্বব্যাপী মানবতার পক্ষে কাজ করছেন। বিশ্বের সেরা এ সুন্দরী নারী অধিকার রক্ষা, শরণার্থী নারীদের দুর্দশা, যৌন সহিংসতা প্রতিরোধ ও তাদের সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এলা ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে অংশ নেন অ্যাঞ্জেলিনা। সেখানে দেশপ্রেম, বিশ্ব নাগরিকত্ব ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে তার সঙ্গে কথা হয়। আগামী মার্চে বিশ্ব নারী দিবসকে সামনে রেখে নারী অধিকার নিশ্চিত করা না হলে সবার ওপর এর প্রভাব কেমন হতে পারে, এ বিষয়টি ছিল আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।


মনমতো রঙচঙে জামা পড়তে কিংবা চকমকে মেকআপ করতে সব মেয়েই পারে। খুঁজে বের করো তুমি কে, তুমি আসলে কী চাও। এবং অন্যরা যা চায়, তাদের স্বাধীনতার জন্যেও লড়াই করো। অন্যের সেবা করাই জীবনের আসল মানে


অ্যাঞ্জেলিনা বলেন, আমি আমার মেয়েদেরকে বলেছি, তোমরা অন্যদের চেয়ে আলাদা কী করতে চাও তা ঠিক করো। মনমতো রঙচঙে জামা পড়তে কিংবা চকমকে মেকআপ করতে সব মেয়েই পারে। খুঁজে বের করো তুমি কে, তুমি আসলে কী চাও। এবং অন্যরা যা চায়, তাদের স্বাধীনতার জন্যেও লড়াই করো। অন্যের সেবা করাই জীবনের আসল মানে।

তিনি শুধু নিজের সন্তানদের জন্যই নয়, বরং বিশ্বের মানুষের কাছে রোল মডেল। অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের মধ্যে তিন মেয়ে—জহরা, শিলো ও ভিভিয়েন। গেল কয়েক বছর ধরে জনপ্রিয় এই নায়িকাকে স্ক্রিনে খুব কম সময়ই দেখা গেছে। সাম্প্রতিক সময়ে সিনেমা পরিচালনায় নাম লিখিয়েছেন। নাইনটিন নাইনটিনাইন গার্লস চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতে নেন তিনি। এছাড়াও তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হলিউড,অ্যাঞ্জেলিনা জোলি,মানবতা,নারী অধিকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist