জাবি প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০১৭

জাবিতে প্রক্সি দিতে এসে প্রাক্তন ঢাবি শিক্ষার্থীর কারাদন্ড

জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এ রায় দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত মো. মনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। মো. মনির হোসেন ঢাকা বিশ্ববিশ্বদ্যিালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের (টিনশেড ১০০৫ নং কক্ষ) আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ‘এফ’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে প্রবেশ পত্রের ছবির সাথে মিল না পেয়ে জাবির পাবলিক হেলফ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ২ নং কক্ষ থেকে মো. মনির হোসেনকে আটক করে হল পরিদর্শক। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেতুর সাথে ১ লক্ষ টাকার চুক্তিতে ওমর ফারুক বাবু (রোল নং ৬২০৩২৫) নামে এক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। দন্ডপ্রাপ্ত মো. মনির হোসেন ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা স্বীকার করেছেন। এছাড়া জাবির পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পলীক্ষায় জালিয়াতি করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে রায় প্রদানকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ বলেন, ‘পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।’

এর আগে একই অপরাধে গত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ৬ মাসের এবং ৯ অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেয় ভ্রাম্যমান আদালত।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি শিক্ষার্থীর কারাদন্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist