জাককানইবি প্রতিনিধি
১৬-২৭ এপ্রিল নজরুলে ছুটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস ও অফিস খোলা থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। এর ফলে ১৬ এপ্রিল অর্থাৎ ২৫ রমজান থেকে ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আসন্ন পবিত্র শব-ই কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অফিস ছুটি ও ২৭ এপ্রিল পর্যন্ত ক্লাস ছুটির বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘সরকারিভাবে কোনো বন্ধের আদেশ না আসলে আমরা ক্যালেন্ডার অনুযায়ী ১৬ তারিখ থেকে ক্লাস ও অফিস বন্ধ ঘোষণা করব। তবে কোনো ডিপার্টমেন্ট তাদের ক্লাস, পরীক্ষা না থাকলে তারা ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেওয়ার এখতেয়ার রাখে।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘রমজানের মধ্যে অনেকদিন ক্যাম্পাসে থাকতে হবে। হলের খাবারের মান খুবই খারাপ। রমজানের মধ্যে এই খাবার খেয়ে ক্যাম্পাসে থাকা কষ্টের। বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন হলের খাবারের মানটা নিশ্চিত করার বিষয়ে নজর দেন।’
পিডিএস/মীর