reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২১

চুয়েট ভিসির সাথে ইয়ংওয়ান গ্রুপের প্রতিনিধিদলের মতবিনিময়

চুয়েটের পক্ষ থেকে ইয়ংওয়ান গ্রুপের প্রতিনিধিদলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে ইয়ংওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চুয়েটের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজুদ্দৌলা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে চুয়েটের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় ইয়ংওয়ান গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। পরে চুয়েটের পক্ষ থেকে প্রতিনিধিদলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মতবিনিময়,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চুয়েট,ইয়ংওয়ান গ্রুপ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close