মেহেদি জামান লিজন

  ২২ অক্টোবর, ২০১৮

জাককানইবির ছায়াছবি উৎসব শুরু ২৯ অক্টোবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী ২৯-৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো উদযাপিত হবে ছায়াছবি উৎসব।

ছায়াছবি উৎসবটি ২৯ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সকক্ষে উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

তিন দিনব্যাপী উৎসবে উপস্থিত থাকবেন—চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চিত্রনায়ক ফারুক, গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদ, চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, গাজী রাকায়েত, গবেষক অনুপম হায়াৎ প্রমুখ। তারা শিক্ষার্থীদের সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছায়াছবি উৎসব,জাককানইবি,কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close