রাজশাহী ব্যুরো

  ১৯ জুলাই, ২০১৮

রাজশাহী বোর্ডে কমেছে পাস ও জিপিএ-৫

এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ। এবছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭১ দশমিক ৩০। শুধু তাই নয়, কমেছে জিপিএ-৫-এর সংখ্যাও। আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ২৯৪ জন। এবার পেয়েছে ৪ হাজার ১৩৮ জন।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক প্রাং সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এবার পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ২৭৮ জন। অংশ নিয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩৩০ জন শিক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার ১৮২ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার ৯৬ জন। এবার ১৮৯টি কেন্দ্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। ২ এপ্রিল এবার পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ মে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিদর্শক দেবাশীস রঞ্জন রায়, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপ সচিব ওয়ালিদ হোসেন, উপ কলেজ পরিদর্শক মঞ্জুর রহমান খান, উপ পরিসংখ্যা লিটন সরকার প্রমুখ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী বোর্ড,কমেছে,পাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist