এ আর রাশেদ, ইবি

  ২৩ এপ্রিল, ২০১৮

কোটা পদ্ধতি বহাল রাখার দাবিতে ইবিতে মানববন্ধন

কোটা পদ্ধতি বহাল রাখার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা। সোমবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এ মানববন্ধন করে তারা।

এসময় তারা মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধার পরিবারের জন্য সুরক্ষা আইন প্রণয়ন এবং ৩০ শতাংশ কোটা পদ্ধতি বহাল রাখার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জয়নুল আবেদিন, মিজানুর রহমান, যুবায়ের, ফিন্যান্স বিভাগের মঞ্জুর আহমেদ, ইমরানসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী চাপে পড়ে কোটা প্রথা বাতিল করেছেন। এ কোটা পদ্ধতি নিয়ে দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর হাতকে শাক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নে মেধাবীদের পাশাপাশি দেশপ্রেমিক মানুষেরও প্রয়োজন রয়েছে। সুতরাং মুক্তিযোদ্ধার সন্তানদের বঞ্চিত করে দেশে কোনো কিছুই করা সম্ভব নয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার সন্তান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা পদ্ধতি,ইবি,মানববন্ধন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist