জাবি প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০১৮

জাবিতে ন্যাচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

‘দূষণ কমাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ন্যাচার ফেস্টিভ্যাল ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম উৎসবের উদ্বোধন করেন। প্রকৃতি বিষয়ক সংগঠন ‘ন্যাচার কনজারভেশন ইনিসিয়েটিভ’ (এনসিআই) এ উৎসবের আয়োজন করে।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, প্রকৃতি বৈরী আচরণ করলে মানুষ প্রকৃতির মমত্ব অনুধাবণ করতে পারে। প্রকৃতিকে ধ্বংস করলে মানুষ ক্ষতির সম্মুখীন হয়। এ জন্য প্রকৃতির প্রতি যত্নবান হতে হবে। প্রকৃতিকে যারা ভালবাসে, তাদেরকে ভালবাসতে হবে। তাঁদের প্রতি যতœবান হতে এবং প্রণোদনা দিতে হবে।

এনসিআই’র সভাপতি জহিরুল ইসলাম তন্ময়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, এনসিআই’র উপদেষ্টা অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ। দিনব্যাপী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক, কর্মশালা প্রভৃতি। এছাড়া মেলায় প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে ৪ বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ন্যাচার ফেস্টিভ্যাল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist