জাবি প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০১৮

জাবিতে শ্লীলতাহানি করায় ছাত্রকে পুলিশে সোপর্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত দুটার দিকে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত ছাত্রকে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত আল আমিন শাহেদ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিনের সাথে ফেসবুকে ওই ছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের কয়েকদিন পরে, গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনের মাঠে তাদের দেখা হয়। এ সময় আল আমিন সেই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় শ্লীলতাহানি করে। পরেরদিন গতকাল সন্ধ্যায় মেয়েটি আল আমিনকে ফোনকল করে তার সাথে দেখা করার কথা বলে। পরে রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দেখা করতে এলে ওই ছাত্রীর সাথে থাকা বিভাগের সহপাঠি এবং সিনিয়র শিক্ষার্থীরা তাকে মারধর করে। পরে প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে আল আমিনকে উদ্ধার করে। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে শ্লীলতাহনির বিষয়টি স্বীকার করে আল আমিন।

প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা বিধি ভঙ্গের কারণে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সে যাতে সর্বোচ্চ সাজা পায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ঘটনা যৌন নিপীড়নের পর্যায়ে পড়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল দেখবে। তবে এ বিষয়ে ভূক্তভোগী শিক্ষার্থীর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি,শ্লীলতাহানি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist