সাতক্ষীরা প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০২০

সাতক্ষীরায় ৩৪ লাখ টাকার সোনা জব্দ

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৫১ ভরি ওজনের পাঁচটি সোনার বারসহ এক নারী চোরাচালানিকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে ভোমরা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাচালানি আছিয়া বেগম (৬৫) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার ইয়ামুদ্দীনের স্ত্রী।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে সীমান্তবর্তী এলাকা ভোমরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারী এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৯৬ গ্রাম (৫১ ভরি) ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। জব্দ করা এ সোনার মূল্য ৩৪ লাখ টাকারও বেশি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনা জব্দ,চোরাচালানি,সাতক্ষীরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close