reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৯

চার্জার লাইটের ভেতর থেকে ৮ কেজি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বারের একটি চালান জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

সোমবার সকাল ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসা এক যাত্রীর কাছে ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক করা স্বর্ণের বারের মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, চট্টগ্রামে ফটিকছড়ির মো. আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল। স্ক্যানে ধরা পড়ার পর চার্জার ভেঙে স্বর্ণের বারগুলো বের করা হয়।

এ ঘটনায় পতেঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বর্ণের বার উদ্ধার,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর,বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close