মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

মাধবপুরে চাল জব্দের ঘটনায় তদন্ত কমিটি

হবিগঞ্জের মাধবপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ৯৪ বস্তা চাল একটি রাইস মিল থেকে জব্দ করার ঘটনায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (আজ) থেকে তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মজুমদারকে প্রধান করে খাদ্য কর্মকর্তা আবুল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলামকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে দেন।

প্রসঙ্গত, বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে আদনান রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ৯৪ বস্তা সরকারি চাল জব্দ করে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, রোববার থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাধবপুর,চাল জব্দ,তদন্ত কমিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close