reporterঅনলাইন ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

গ্রিনলাইন বাস থেকে ১২০ সোনার বারসহ আটক ৬

ঢাকা-সিলেট রুট চলাচলকারী গ্রিনলাইন পরিবহনের বিলাসবহুল একটি বাস থেকে ১২০টি সোনার বারসহ (১৪ কেজি) ছয় চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার দিনগত রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িটি থামিয়ে এতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী ওই বাস তল্লাশি করে ১২০টি সোনার বারসহ ৬ চোরাকারবারীকে আটক করা হয়। প্রায় ১৪ কেজি ওজনের এ সোনার বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,আটক,গ্রিনলাইন বাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close