
২৮ আগস্ট, ২০২২
কাব্যশীলন ও প্রিয় বাংলার অভিনব উদ্যোগ

বইয়ের সেরা আলোচকদের সঙ্গে লেখক আড্ডা, চা-চক্র ও বই পুরস্কারের সুযোগ করে দিচ্ছে ওয়েবম্যাগ কাব্যশীলন ও প্রকাশনা সংস্থা প্রিয় বাংলা। এ উপলক্ষে তারা চতুর্থবারের মতো অভিনব বই আলোচনার আয়োজন করেছে।
আলোচনার জন্য নির্বাচিত বই হলো—গোলাম কিবরিয়া পিনুর কাব্যগ্রন্থ ‘নির্বাচিত কবিতা’ (এবং মানুষ), মালেক মাহমুদের কিশোর কবিতা 'একুশ আমার পতাকা আমার’ (প্রিয় বাংলা প্রকাশন), ইলিয়াস ফারুকীর গল্পগ্রন্থ ‘ভাই, রাইফেল ও স্বাধীনতা’ (হরিৎপত্র), মিলু শামসের গল্পগ্রন্থ ‘অমরলোকের প্রত্যাগত' (কাকলী প্রকাশনী) ইভান অনিরুদ্ধের গল্পগ্রন্থ ‘করোনা আর কিছু মিথ্যেবাদী রাখালের গল্প’ (পাললিক সৌরভ)।