reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

বইমেলায় মিথুনের ২ বই

বইমেলায় প্রকাশিত হয়েছে সাহিত্যিক-সাংবাদিক মিজানুর রহমান মিথুনের দুটি বই। একটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সংকলন ‘বঙ্গবন্ধু জাতির পিতা’। এটি বের করেছে স্বরবৃত্ত প্রকাশনী। মামুন হোসাইনের প্রচ্ছদে বইটির দাম ২০০ টাকা। স্টল ৫৫০-৫১।

মিথুনের আরেকটি বই ‘স্কুল পালানো ছেলে’। শিশু-কিশোরদের জন্য লেখা বইটিতে ৯টি গল্প রয়েছে। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদ ও অরূপ মন্ডলের অলঙ্করণে বইটি করেছে সাহস পাবলিকেশন্স। দাম ১৩৫ টাকা। স্টল ৪০৭-০৮ ।

মিজানুর রহমান মিথুন বলেন, বর্ণিল আয়োজনে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এ মহতী আয়োজনে বিশেষ প্রকাশনা পাঠকের হাতে তুলে দিতে পেরে আমি গর্বিত। এ বইয়ের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম জাতির পিতার অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের নানা দিক সম্পর্কে জানতে পারবে। এছাড়া, আমার দ্বিতীয় বইটি শিশু-কিশোরদের জন্য। তাদের মনের নানা না-বলা কথা নিয়ে লিখেছি। এটি পড়ে বড়রাও আনন্দ পাবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বইমেলা,মিজানুর রহমান মিথুন,বই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close