গাজীপুর প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০২০

গাজীপুরে ওএমএসের আটা কম দেয়ায় জরিমানা

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ট্রাকে করে ওএমএসের আটা বিক্রির সময় ওজনে কম দেয়ায় বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএসের আটা বিক্রির সময় ৫ কেজির স্থলে ওজনে কম দেয়া হচ্ছে— ভোক্তাদের এমন অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রেতা আবুল কালামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,ভ্রাম্যমাণ আদালত,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close