reporterঅনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর, ২০১৯

মেঘনার চরে আটকা লঞ্চ, যাত্রীদের দুর্ভোগ

মেঘনা নদীর চরে আটকা পড়া লঞ্চ এম ভি শাহরুখ-২

মেঘনা নদীর চরে আটকা পড়েছে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এম ভি শাহরুখ-২ নামের একটি লঞ্চ। লঞ্চটি মঙ্গলবার বিকেল ৪টায় বরগুনা নৌবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দিবাগত রাত ৩টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে লঞ্চটি চরে আটকে যায়।

বুধবার সকাল ১০টা পর্যন্ত লঞ্চটি চরে আটকে ছিল। এতে প্রায় এক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। মাসউদ সিকদার নামের একজন যাত্রী অভিযোগ করেন, লঞ্চটি মেঘনার কালীগঞ্জ চ্যানেল যখন অতিক্রম করছিল, তখন অদক্ষ চালক এর সামনের অংশ ডাঙায় তুলে দেন।

আরেক যাত্রী মনির চৌধুরী বলেন, প্রায় ৭ ঘণ্টা ধরে আটকা পড়ে থাকলেও তারা লঞ্চের কর্মচারীদের কোনো সাড়াশব্দ পাচ্ছেন না। এমনকি তারা কোথায় আছেন, সে হদিসও পাওয়া যাচ্ছে না। ফলে যাত্রীরা সবাই গভীর উৎকণ্ঠার মধ্যে আছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লঞ্চ,দুর্ভোগ,মেঘনার চর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close