আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০১৯

বগুড়ায় মিললো পাকিস্তান যুগের গ্রেনেড ও মাইন

বগুড়ার আদমদীঘিতে পুরনো ছয়টি স্থলমাইন ও তিনটি হাত গ্রেনেড পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রামপুরা গ্রামের একটি কবরস্থান থেকে এসব জব্দ করে পুলিশ।

জানা গেছে, শিশুরা ওই গ্রামের কালাম হোসেনের পুকুর পাড়ের কবরস্থান লাগোয়া জায়গায় খেলা করছিল। এ সময় তারা এসব মাইন ও গ্রেনেড দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, হাত গ্রেনেড ও স্থলমাইনের গায়ে ১৯৬৬ সালে তৈরি লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ গুলো ১৯৭১ সালে যুদ্ধে ব্যবহারের জন্য আনা হয়েছিল। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে আদমদীঘি থানায় পুলিশ হেফাজতে এসব রাখা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আদমদীঘি,গ্রেনেড,স্থলমাইন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close