চট্টগ্রাম ব্যুরো

  ১৬ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রাম নগরীর নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনবো : মেয়র

চট্টগ্রাম নগরীতে টাইগারপাস থেকে দেওয়ানহাট ওভার ব্রিজ পর্যন্ত সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার সকালে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন টাইগারপাস মোড়ে ফলক উম্মোচনের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পের উদ্বোধনকালে মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই চট্টগ্রাম নগরীকে গ্রীন ও ক্লিন নগরীতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। টাইগারপাস দেওয়ানহাটসহ পুরো নগরীতে বিলবোর্ড উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। বিলবোর্ড উচ্ছেদের কারণে নগরবাসী এখন টাইগার পাস এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অবগাহন করতে পারেন।

উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সুরমা এ্যাডের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান, রাজনীতিক বেলাল আহমেদ, স্থপতি মুহতাসিম রহমান মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,আ জ ম নাছির উদ্দীন,চট্টগ্রাম মেয়র,সৌন্দর্যবর্ধন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close